বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে লাফিয়ে শিক্ষার্থীর আত্নহত্যা

বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে লাফিয়ে শিক্ষার্থীর আত্নহত্যা

 

রাজধানীর তেজগাঁও এলাকায় পরীক্ষা শুরুর ২ ঘণ্টা আগে সাত তলা ভবন থেকে লাফ দিয়ে পড়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় এসিয়া প্যাসিফিক এর চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইমাম হোসেন (২৩) নামে একজন ছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইমাম হোসেনের বন্ধু হাবিব বলেন, আমরা ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের চতুর্থ বর্ষের ছাত্র। আজ সকাল ১০টায় আমাদের কম্পিউটার সাইন্স বিষয়ে পরীক্ষা ছিল। ইমাম হোসেন পরীক্ষা শুরুর ২ ঘণ্টা আগে বিশ্ববিদ্যালয়ের ৭ তালা ভবনের ছাদে উঠে এবং সেখান থেকে লাফ দিয়ে নিচে পড়ে। এরপর গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ইমাম হোসেন কী কারণে বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে সে বিষয়ে আমরা কিছু বলতে পারছি না। নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে বা পা পিছলে পড়ে গেলো কি-না তাও নিশ্চিত নই।  তিনি পূর্ব রাজাবাজা্রে একটি মেসে থাকতেন। তার বাড়ি বরিশাল বিভাগের ভোলা জেলায়। তার বাবার নাম আখতার হোসেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি তেজগাঁও থানায় জানানো হয়েছে।

Post a Comment

Previous Post Next Post