শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ৭ মে বাংলাদেশে আসবে বলে আশা করা হচ্ছে। তবে দেশটিতে অব্যাহত অস্থিতিশীলতার কারণে শ্রীলঙ্কা সফরে এ ধরনের আলোচনা বারবার উঠেছে। তবে শুরুর দল ঘোষণা করে আলোচনা বন্ধ করে দিয়েছে দ্বীপরাষ্ট্রটি। এবার শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) ঘোষিত দল ঘিরে রয়েছে একাধিক চমক।
লঙ্কানদের প্রাথমিক দলে ২১ জন সদস্য রয়েছে। যেখান থেকে ১৬ জন ক্রিকেটার বাংলাদেশে আসবে সিরিজে অংশ নিতে। শেষ সিরিজের স্কোয়াডে থাকা লাহিরু থিরিমান্নে এবং চারিথ আসালাঙ্কা প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন। তবে আশ্চর্যের বিষয়, শ্রীলঙ্কার চারদিনের জাতীয় টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট টেকার কামিন্দু মেন্ডিসকে প্রাথমিক দলে রাখা হয়নি। এদিকে দলে ডাক পেয়েছেন রোশান সিলভা ও ওশাদা ফার্নান্দো।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের সাগরিকাতে। ১৫ মে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। ২৩ মে মিরপুরের হোম অব ক্রিকেটে শুরু হবে দ্বিতীয় ম্যাচ। সিরিজ খেলতে ৭ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার প্রাথমিক দল:
দিমুথ কোরানারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, পথুম নিসাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা (সহ-অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, ক্যামিল মিসরা, কুশল মেন্ডিস, রোশান সিলভা, নিরোশান ডিকভেলা, দিনেশ চান্দিমনে, রামিশ করুণা, রমিশা, দিলশান ফার্নান্দো, শিরোনান ফারনান্দ। মোহাম্মদ শিরাজ, প্রবীণ জয়বিক্রমা, লাসিথ এমবুলডেনিয়া, জেফরি ভেন্ডারসে, লক্ষিতা মুনাসিংহ এবং সুমিন্দা লক্ষন



Post a Comment