মনে দাগ কেটেছে ফারহান-কেয়া জুটির কেমিস্ট্রি

মনে দাগ কেটেছে ফারহান-কেয়া জুটির কেমিস্ট্রি

 ঈদুল ফিতরে প্রচারিত নাটকগুলোর মধ্যে দর্শকদের মনে বিশেষভাবে দাগ কেটেছে ‘ভুলোনা আমায়’। নাটকটির গল্প, নির্মাণ শৈলী ও অভিনয়শিল্পীদের পারফরম্যান্স সামাজিক মাধ্যমে অনেক আলোচিত হয়েছে।


গ্রামীণ প্রেক্ষাপটে প্রেমের গল্প নিয়ে পরিচালক জাকারিয়া সৌখিন নির্মাণ করেছেন ‘ভুলোনা আমায়’। নাটকটি যৌথভাবে রচনা করেছেন সোহেল রানা শ্রাবণ ও জাকারিয়া সৌখিন। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছে মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। তাদের জুটির রসায়ন অনেক পছন্দ করেছেন দর্শকরা।

পরিচালক জাকারিয়া সৌখিন বলেন, 'আমি চেষ্টা করছি ‘ভুলোনা আমায়’ নাটকটি আমার মনের মতো করে নির্মাণ করতে। কখনো চিন্তা করিনি ঈদে এতো নাটকের ভিড়ে আমাদের নাটকটি ট্রেন্ডিংয়ে জায়গা করে নিবে। দর্শকরা নাটকটি দেখছেন এবং আলোচনা ও অনেক প্রশংসা করছেন। এটা আমাদের অনেক বড় প্রাপ্তি।'


তিনি আরও বলেন, 'আমি ফারহান, কেয়াসহ আমার টিমের প্রতিটি মানুষকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আসলে একটি ভালো টিমই একটি ভালো মনের মত কাজ উপহার দিতে অগ্রণী ভূমিকা রাখে।'

Post a Comment

Previous Post Next Post