গুগল এডসেন্স কি এবং গুগল এডসেন্স থেকে কিভাবে আয় করবেন?


গুগল অ্যাডসেন্স কি বা এর মাধ্যমে কিভাবে টাকা ইনকাম করা যায় এই দুটো প্রশ্নের উত্তর যদি আপনি জানতে চান , তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন । আজকের পোস্টে আমি আপনাকে গুগল এডসেন্স কি এবং এর মাধ্যমে  আপনি অনলাইন থেকে কিভাবে টাকা ইনকাম করতে পারবেন তা  বিস্তারিত বলবো।



অ্যাডসেন্স থেকে ঘরে বসেই অনেকেই লক্ষ লক্ষ টাকা  অনলাইন থেকে ইনকাম করছে । কিন্তু কিভাবে  সম্ভব? কিভাবে গুগল এডসেন্স থেকে আয় করা যায় এবং এডসেন্স এর কাজ কি ?

আপনাদের মধ্যে অনেকেই হয়তোবা শুনেছেন যে , ব্লগিং বা ইউটিউব চ্যানেল থেকে এডসেন্সের মাধ্যমে লোকেরা অনেক টাকা উপার্জন করছে । তাই হয়তো আপনিও অ্যাডসেন্স থাকে কিভাবে টাকা ইনকাম করা যায় তা জানতে চাইছেন। কিন্তু কেবল ব্লগ বা ইউটিউব চ্যানেল বানালেই তা থেকে টাকা আয় করা সম্ভব না,এর জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাকে ফলো করতে হবে।


টাকা ইনকাম করার জন্য অ্যাডসেন্স এর ভূমিকা প্রধান।আজ ইন্টারনেট থেকে অনলাইনে ইনকাম করা তেমন কোন কঠিন কাজ না । আপনিও যদি চান তাহলে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন । আর অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস টি হল গুগল এডসেন্স ।

হ্যাঁ এটাই সত্যি যে ইন্টারনেটে টাকা আয় করার জন্য অনেক উপায় বা মাধ্যম রয়েছে । কিন্তু মনে রাখবেন গুগল এডসেন্স তার মধ্যে সবথেকে বিশ্বাসী এবং খুব সহজেই অনলাইন টাকা ইনকাম করার একটি অন্যতম মাধ্যম । আর যা আমি শুরুতেই বলেছি এর দ্বারা লোকেরা অনেক টাকা উপার্জন করছে।



 আসলে সত্যি বলতে গেলে আমি ,আপনি বা যে কেউ গুগল এডসেন্স থেকে সহজেই অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন কিন্তু তার জন্য একটু কষ্ট করে সঠিক কিছু নিয়মাবলী ফলো করতে হবে। কারণ কষ্ট না করলে তো আর কেষ্ট  মিলে না ।  তাই নিচে আমি এডসেন্স কি বা এর কাজ কি ? এবং গুগল এডসেন্স থেকে কিভাবে টাকা ইনকাম করবেন তা বিস্তারিত জানাবো।


গুগল এডসেন্স কি ?

 গুগল এডসেন্স , গুগলের এমন একটি সার্ভিস যার দ্বারা এডভেটাইজাররা টাকা দিয়ে তাদের প্রোডাক্টের বিজ্ঞাপন ইন্টারনেটে দেখাতে পারেন এবং পাবলিশাররা নিজের ওয়েবসাইটের আরটিকেল কিংবা ব্লগ ইউটিউব ভিডিওতে গুগলের বিজ্ঞাপন দেখিয়ে অনলাইন থেকে টাকা আয় করতে পারে। বলতে গেলে এটি সোজাসুজি একটি এডভারটাইজিং নেটওয়ার্ক ।
   

এডভেটাইজার তারা যারা গুগলকে টাকা দিয়ে নিজের পণ্যের বিজ্ঞাপন ইন্টারনেটে দেখাতে চান ।
আর পাবলিশার তারা যারা গুগলের বিজ্ঞাপন নিজের ব্লগ বা ভিডিওর মাধ্যমে লোককে দেখান । তাই এডসেন্স এমন একটি মাধ্যম যার দ্বারা আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন । কিন্তু তার জন্য আগে আপনার একটি ব্লগ , ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল অবশ্যই থাকতে হবে ।
 
উপরোক্ত মাধ্যমগুলো ব্যবহার করে আপনি এডসেন্স এর জন্য এপ্লাই করতে পারবেন এবং এডসেন্সের বিজ্ঞাপন দেখিয়ে সহজেই টাকা ইনকাম করতে পারবেন ।

গুগল এডসেন্স এর কাজ কি ?
 এডসেন্সের কাজ বিশেষ করে হলো অনেক রকমের ব্লগ , ওয়েবসাইট , ইউটিউব ভিডিও এবং অ্যাপসে বিভিন্ন রকমের বিজ্ঞাপন দেখানো এনং যাদের ব্লগ , ওয়েবসাইট , ইউটিউব  চ্যানেল এবং অ্যাপসে বিজ্ঞাপন দেখানো হচ্ছে তাদেরকে কিছু পারিশ্রমিক দেওয়া ।

কিন্তু এই বিজ্ঞাপন যেগুলি আমাদের ওয়েবসাইট বা ইউটিউব ভিডিওতে দেখানো হয় সেগুলোর জন্যই গুগোল আগেই অ্যাডভারটাইজারদের থেকে টাকা নিয়ে নেয় এবং সেই টাকা থেকে ব্লক , ওয়েবসাইট , ইউটিউব চ্যানেল বা অ্যাপসের মালিকদের বিজ্ঞাপন দেখানোর জন্য গুগল এডসেন্স থেকে টাকা দিয়ে দেয় ।

 এখন আপনি হয়তো ভাবছেন এখানে গুগলের কি লাভ ? এখানে গুগলের যথেষ্ট লাভ আছে । কারণ অ্যাডভারটাইজাররা  বিজ্ঞাপন দেখানোর জন্য গুগল কে যতটা টাকা দেয় , সেই পুরো টাকা গুগোল পাবলিশারদের বিজ্ঞাপন দেখানোর জন্য দেয় না । এডভেটাইজারদের  দেওয়া টাকা থেকে গুগল নিজের কাছে কিছু অংশ রেখে দেয় এবং কিছু অংশ ওয়েবসাইট ভিডিও বা অ্যাপস মালিকদের বিজ্ঞাপন দেখানোর জন্য দেয় । এখানে গুগোল ওয়েবসাইট , অ্যাপস  এবং ইউটিউব চ্যানেলের মালিকদের নিয়ে সবারই লাভ হয় ।

এডসেন্স এর জন্য এপ্লাই কিভাবে করবেন ?

 আমি আগেই বলেছি এডসেন্স থেকে টাকা ইনকাম করার জন্য আপনার একটি ব্লগ ওয়েবসাইট , ইউটিউব চ্যানেল বা অ্যাপস অবশ্যই থাকতে হবে । কারণ এডসেন্সের বিজ্ঞাপন আপনি তখন দেখাতে পারবেন যখন আপনার কাছে এই মাধ্যম গুলো থাকবে ।

এগুলোর মধ্যে কিছু একটা যদি আপনার কাছে থাকে তখন এডসেন্স এর ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করে ওদের দেওয়া ফরমটি ফিলাপ করে আপনি এডসেন্স একাউন্ট এর জন্য এপ্লাই করতে পারবেন। আপনি যদি ব্লগার বা ইউটিউব চ্যানেল ব্যবহার করেন তাহলে আপনি নিজের ব্লগ বা ইউটিউব চ্যানেলের একাউন্ট থেকে এডসেন্স এপ্লাই করতে পারবেন ।

এডসেন্স এর জন্য এপ্লাই করার সাথে সাথেই আপনার একাউন্ট ব্লগ বা ওয়েবসাইট গুগোল দ্বারা অ্যাকসেপ্ট নাও হতে পারে । মানে একবারে গুগল আপনার এডসেন্স একাউন্ট চালু  করতে পারে , আবার হয়তো আপনার একবারের থেকে বেশি এডসেন্স এর জন্য এপ্লাই করা লাগতে পারে । তবে আপনার ওয়েবসাইট , ইউটিউব চ্যানেল বা অ্যাপসে যদি গুগল এডসেন্স এর নিয়ম অনুযায়ী ঠিকঠাকমতো তৈরি করা হয় তাহলে অবশ্যই প্রথমবার এপ্লাই করলেই গুগল এডসেন্স এপ্রুভ হতে পারে ।



 মনে রাখবেন, একবারে এডসেন্স একাউন্ট এপ্রুভ করাতে চাইলে আপনি গুগল এডসেন্স এর প্রোগ্রাম পলিসি , টার্মস এন্ড কন্ডিশন মেনে তারপর এপ্লাই করবেন । । এতে এডসেন্স আপনার অ্যাকাউন্ট একবারে চালু করে দিতে পারে ।

আর আপনার অ্যাকাউন্ট একসেপ্ট বা রিজেক্ট যাই হোক না কেন তা আপনাকে গুগোল ইমেইলের মাধ্যমে জানিয়ে দিবে । কেবল গুগোল দ্বারা আপনার একাউন্ট একসেপ্ট হওয়ার পর আপনি নিজের ব্লক ওয়েবসাইট , ইউটিউব চ্যানেল বা অ্যাপস এ বিজ্ঞাপন সেট করে টাকা ইনকাম শুরু করতে পারবেন ।


গুগল এডসেন্স থেকে কিভাবে টাকা ইনকাম করবেন ?

 গুগল এডসেন্স থেকে অনলাইনে টাকা ইনকাম করার জন্য আপনার একটি ব্লগ , ওয়েবসাইট , ইউটিউব চ্যানেল বা অ্যাপস তৈরি করতে হবে বা কাউকে দিয়ে করিয়ে নিতে হবে। এগুলো বানালেই শুধু চলবে না । এতে আপনি নিয়মিতভাবে আর্টিকেল লিখতে হবে বা ভিডিও আপলোড করতে হবে ।

যদি আপনার ব্লগ বা ইউটিউব চ্যানেলে ভিজিটর বা দর্শক আশা আরম্ভ করে , তখন আপনি গুগল এডসেন্স এর জন্য এপ্লাই করতে পারবেন । যদি আপনার অ্যাকাউন্ট চালু করে দেয় তখন আপনি নিজের ব্লগ বা ভিডিওতে বিজ্ঞাপন দেখাতে পারবেন ।

আর যতোবার আপনার ব্লগ বা ভিডিওতে বিজ্ঞাপন লোকেরা দেখবে বা তাতে ক্লিক করবে , ততবার আপনাকে এডসেন্স থেকে টাকা দেওয়া হবে এবং যখন আপনার একাউন্টে 100$ ডলার হয়ে যাবে তখন আপনার ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা সরাসরি পাঠিয়ে দিবে গুগল এডসেন্স ।  আপনাকে কিছুই করতে হবে না ।

গুগল এডসেন্স কিভাবে টাকা দেয় ?



 যখন আমরা নিজের ওয়েবসাইট , ইউটিউব চ্যানেল বা অ্যাপস এ এডসেন্সের বিজ্ঞাপন সেট করি । তখন তাতে বিভিন্ন রকমের বিজ্ঞাপন দেখানো হয় । আর যখন আমাদের ব্লগ বা ইউটিউব চ্যানেল বা অ্যাপস এ ভিজিটর আসেন এবং তারা যখন সেই বিজ্ঞাপনগুলি দেখেন বা তাতে ক্লিক করেন তখন গুগল এডসেন্স সেই ভিউ বা ক্লিক এর জন্য ওই ওয়েবসাইট , ইউটিউব চ্যানেল বা অ্যাপস এর মালিক কে একটা হিসাব মত টাকা দেয় ।

আর এরকম করে বিজ্ঞাপনে ভিউ এবং ক্লিক হতে হতে যখন আপনার এডসেন্স একাউন্টে মোট 100$  ডলার হয়ে যায় তখন গুগোল আপনার ব্যাংক একাউন্টের সরাসরি সেই টাকা পাঠিয়ে দেয় ।


 আশা করি বুঝতে পেরেছেন । এরপরও যদি আপনার কিছু জানার থাকে তাহলে নিচে থাকা কমেন্ট বক্সে আপনার মতামতটি জানাতে পারে।। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ।

Post a Comment

Previous Post Next Post