বাংলাদেশের বৈদেশিক ঋণ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
মন্ত্রী বলেন, চলতি মাসে ২ বিলিয়ন ডলার রেমিটেন্স আসবে। বিদেশী ঋণ এ বছর ২.৪ বিলিয়ন ডলার, পরের বছর ২.৮ বিলিয়ন ডলার, পরের বছর ৩.৩ বিলিয়ন এবং পরের বছর ৪ বিলিয়ন ডলার পরিশোধ করতে হবে।
বৃহস্পতিবার রাতে সম্পাদকদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় চার বছরের বৈদেশিক ঋণ পরিশোধের তথ্য তুলে ধরেন তিনি। "এই সমস্ত ঋণ দুই মাসের মধ্যে আমাদের রেমিটেন্স দিয়ে পরিশোধ করা যেতে পারে।"
কামাল বলেন, আজকাল বাংলাদেশকে শ্রীলঙ্কার সঙ্গে তুলনা করা হয়। তবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে পার্থক্য রয়েছে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, শ্রীলঙ্কা বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়েছে। অন্যদিকে, বাংলাদেশ বিশ্বব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকসহ অন্যান্য দাতা সংস্থা থেকে সহজ শর্তে ৭৭ শতাংশ ঋণ নিয়েছে। কামাল বলেন, ‘আমাদের সঙ্গে শ্রীলঙ্কার তুলনা করা যৌক্তিক নয়।



Post a Comment